জীবন সঙ্গিনী

কবির জন্ম, পিতা- মিণ্টু কুমার নাথ ও মাতা- রাখী নাথ। ১৩ই ফেব্রুয়ারি, ১৯৯৮ ইং কাছাড় জেলার নরসিংহপুর ১ম খণ্ড এলাকার সালেপুর গ্রামের এক যোগী পরিবারের । মাধ্যমিক স্বর্ণ লক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নরসিংহপুর ও স্নাতক বাংলা সাম্মানিক সহ কাবুগঞ্জ জনতা কলেজ থেকে। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পাঠরত এবং উনি এলাকার বিশেষ তবলা বাদক হিসেবে পরিচিত। বিভিন্ন পত্রিকা ও সংকলনে লেখেন।

Mar 21, 2023 - 17:29
 0  116
জীবন সঙ্গিনী

জীবন সঙ্গিনী


জীবন চলে জীবনের পথে
তাই চলতে হয়!
জীবনের অনন্ত পথ ধরে
চলতে হবে তাই চলি!
বলবো না আর
বলতে যদি হয়
বলবো তোমায়।
জীবনের অনন্তের পথ
ধরে বসে আছি।
সত্যিই তুমি আসবে?
পথ চেয়ে বসে আছি !
নতুন এক দিগন্তের আশায় ;
আসবে কিনা না তা তো জানিনা?
আসতে যদি হয়,
শীঘ্রই চলে আসো।
অপেক্ষা করতে হয় করব ,
শুধু তোমায় পাবার জন্য!
অনন্তকাল ধরে বসে আছি।


           কবি   মুন্না নাথ
           ছাত্র,বাংলা বিভাগ
  আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow