বসন্তের ছোঁয়া
কবির জন্ম, পিতা- মিণ্টু কুমার নাথ ও মাতা- রাখী নাথ। ১৩ই ফেব্রুয়ারি, ১৯৯৮ ইং কাছাড় জেলার নরসিংহপুর ১ম খণ্ড এলাকার সালেপুর গ্রামের এক যোগী পরিবারের । মাধ্যমিক স্বর্ণ লক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নরসিংহপুর ও স্নাতক বাংলা সাম্মানিক সহ কাবুগঞ্জ জনতা কলেজ থেকে। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পাঠরত এবং উনি এলাকার বিশেষ তবলা বাদক হিসেবে পরিচিত।
বসন্তের ছোঁয়া
১৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ,
এসেছে এসেছে আজ বসন্ত এসেছে
এসেছে বসন্তের ছোঁয়া,
সবাইকে করি আহ্বান।
আনন্দে উচ্ছ্বসিত সমস্ত হৃদয় ,
বসন্ত ষষ্ঠ ঋতুর মধ্যে অন্তিম ঋতু।
ফাল্গুন ও চৈত্রের সম্মিলিত ঋতু!
শীতের অন্তিমে বসন্তের আগমন;
প্রকৃতির নতুন শৃঙ্গার, গজায় নতুন পাতা;
খুশি হয় মন, আজ বসন্তের ছোঁয়ায়,
এসেছে এসেছে আজ বসন্ত এসেছে
এসেছে বসন্তের কলরব ।
কোকিলের গান যেন আজ সুমধুর,
সকলের মন যেন আজ মধুর !
একাধিক ঋতু আসে যায়,
থেকে যায় শুধু স্মৃতি!
- কবি মুন্না নাথ
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর
What's Your Reaction?